An Affordable, Efficient & Project Centric Curriculum

Table of Contents

Overview


Stack Learner এর Nano Camp মাত্র চার মাস ব্যাপী একটি অনলাইন ক্যাম্প। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে কম সময়ে, কম অর্থ ব্যয় করে প্রোজেক্ট ভিত্তিক কোনো একটা বিষয়ে কাজ করার দক্ষতা অর্জন করা। প্রতি সপ্তাহে তিন দিন কন্টেন্ট পাবলিশ করা হবে, প্রতিটা কন্টেন্ট দুই ঘণ্টা বা তার বেশি সময়ের হবে। চার মাসে সর্বমোট ৪৮ টা স্পেশিয়ালাইসড ভিডিও কন্টেন্ট পাবলিশ করা হবে যার মধ্যে ৯৬ ঘণ্টা বা তার বেশি সময়ের রিসোর্স থাকবে। এছাড়াও প্রতি সপ্তাহেই প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট থাকবে। সার্টিফিকেশন এবং ইন্টার্নশিপ এক্সাম থাকবে। ২৪/৭ অনলাইন সাপোর্ট এবং প্রাইভেট ফেসবুক গ্রুপ থাকবে। প্রতিমাসে দুইটা করে লাইভ QNA সেশন হবে, মানে সর্বমোট ৮ টা লাইভ সেশন হবে। এই চার মাসে থিওরিকে সম্পূর্ণ ফোকাস না দিয়ে প্রোজেক্ট করার মাধ্যমে হাতে কলমে আমরা নিজেদের ওয়ার্কিং স্কিল গড়ে তুলবো। আমাদের ভিতরে সবার অনেক বেশি সময় নিয়ে প্রতিটা বিষয়ের গভীরে গিয়ে শেখার সময় বা সামর্থ্য নেই। অনেক মানুষের হাতে সময় কম, কিন্তু কিছু একটা খুব দ্রুত শিখতে হবে। আবার অনেকেই আমরা চাকুরীজীবী, খুব বেশি সময় দিয়ে নতুন কিছু শেখার মতো সময় আমাদের হয়ে ওঠে না। আবার অনেকেই কোনো একটা টেকনোলজিতে বস, এখন নতুন কিছু শিখতে চাচ্ছেন। তাদের জন্যই মূলত আমরা Nano Camp এর প্রোজেক্ট বেসড অ্যাপ্রোচটা নিয়ে এসেছি।

Facilities of Nano Camp


নিজের পকেটের অর্থ ব্যয় করে আপনারা কি কি সুযোগ সুবিধা কিনতে যাচ্ছেন সেটা সবার প্রথমেই জেনে নেওয়া যাক। আমরা আমাদের তৈরি রিসোর্সের থেকেও অন্যান্য সার্ভিস গুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং সার্ভিস চার্জের বেশির ভাগ অংশটায় ধরা হয় রিসোর্সের বাইরের সার্ভিসের জন্য। ক্লাস কন্টেন্ট, ভিডিও লেকচার, লাইভ সেশন, আর্টিকেল, বই এর সাজেশন, অ্যাসাইনমেন্ট, এক্সাম এর বাইরে যেই সুযোগ সুবিধা গুলো আপনারা পাবেন -