Introduction

এই সেকশনে প্রাথমিক আলোচনা করা হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ। কারন অনেক সময় এমন হয় আমরা খুব আগ্রহে কোন একটা কোর্স কিনি এবং বেশ মোটিভেটেড থাকি যে, এইবার আমি কিছু একটা শিখেই ফেলবো। দুইদিন কোর্স দেখে চেষ্টাও করি অনেক। কিন্তু "আসি বলে গেলো বন্ধু আইলো না" গানের বন্ধু যেমন আসে না তেমন স্কিলও আর আসে না। এই বিষয়টা থেকে বাঁচতে আমরা কি কি করতে পারি তা পার্সোনাল এক্সিপেরিয়েন্স থেকে শেয়ার করবো।

  1. কোর্সটি কাদের জন্য?
  2. কিভাবে ইফেক্টিভলি শিখবো?
  3. কোর্সটি শেষ করে আমি কি আশা করতে পারি?
  4. কোডিং মোটিভেশন ধরে রাখবো কিভাবে?

HTML5

আমরা এইবার কোডিং জগতে পা রাখবো। HTML দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করবো। একটা ব্যাপার মাথায় রাখবেন, "Slow and steady wins the race" এই কথাটা কিন্তু যুগের পর যুগ অকারণে টিকে নাই। সুতরাং প্রথমেই একদিনে সব শেষ করে ফেলবো এমন করবেন না। তাহলে খুব দ্রুত একটা ব্যাপার ঘটবে। সেটা হলো Programmer Burnout. আপনি নিজেকে যত প্রেসার দিবেন তত আপনি বার্নাউট হতে থাকবেন। একটা সময় আপনার কাজে বসতেই ইচ্ছা করবে না। তাই ছোট ছোট স্টেপ নিন। দিনে ৮ ঘণ্টা করে শিখবো বলে শুরু করে ৩ দিন পর থেমে যাবার থেকে প্রতিদিন ১ ঘণ্টা সময় দেয়া অনেক বেশি ইফেক্টিভ। তাই আপনি যদি বিগেনার হোন তাহলে এই টপিকগুলো বুঝে নিজে একবার প্রাকটিস করবেন। তারপর ২-৩ দিন পর টপিকগুলো আবার নিজের মত রিকল করবেন। Microsoft Word এই হোক অথবা আপনার খাতায় হোক যেসব টপিক শিখবেন তার উপর একটা রিসার্স আর্টিকেল লিখবেন। আপনার মনে হবে, আরে এইগুলো করে কি হবে। বেকার কষ্ট! মনে রাখবেন, এই ছোট ছোট কষ্টগুলোই সাধারণ আর অসাধারণ এর তফাৎ তৈরী করে দেয়। এটা লেখার সময় আমার প্রচন্ড গরম লাগছিলো। সারাদিন কাজ করার পর আর ভাল লাগছিলো না। কিন্তু আমি জানি আমি যদি মন দিয়ে বসে না লিখি তাহলে এই যে আপনি পড়ছেন এটা হয়তো আরো একদিন পরে পড়বেন আমার লেখা দেরী হওয়ার কারনে। তাই আপনার কাজের ইফেক্ট আপনার পরিবার, প্রিয়োজন এর উপর পড়ে। এত কথা বলার একটাই কারন। আপনি নতুন একটা যাত্রা শুরু করতে যাচ্ছেন। এইবার যেন থেমে না যায়।

  1. Introduction to HTML5
  2. Basic Syntax of HTML
  3. HTML Tags
  4. HTML Attributes
  5. HTML Heading
  6. HTML Paragraph
  7. HTML Head Tag
  8. Understanding Meta Tags
  9. Adding Favicon to Our Site
  10. HTML Images
  11. Understanding File Path